১৮৬৯
মুঘল আমলের শ্রেষ্ঠ উর্দু কবি মির্জা আসাদুল্লা বেগ খান ওরফে মির্জা গালিবের মৃত্যু। তিনি ‘গালিব’ ও ‘আসাদ’ ছদ্মনাম ব্যবহার করতেন। ১১ বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। তাঁর লেখা কবিতা বহু সঙ্গীত শিল্পীর কন্ঠে উচ্চারিত হয়েছে। শুধু ভারত বা পাকিস্তান নয়, সারা বিশ্ব তাঁর কবিতাকে আপন করে নিয়েছে। ১৮৫০ সালে তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তাঁকে ‘দাবির-উল-মুল্ক’ ও ‘নাজম-উদ-দৌলা’ খেতাবে ভূষিত করেন।
১৮৬৯ মুঘল আমলের শ্রেষ্ঠ উর্দু কবি মির্জা আসাদুল্লা বেগ খান ওরফে মির্জা গালিবের মৃত্যু। তিনি ‘গালিব’ ও ‘আসাদ’ ছদ্মনাম ব্যবহার করতেন। ১১ বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। তাঁর লেখা কবিতা বহু সঙ্গীত শিল্পীর কন্ঠে উচ্চারিত হয়েছে। শুধু ভারত বা পাকিস্তান নয়, সারা বিশ্ব তাঁর কবিতাকে আপন করে নিয়েছে। ১৮৫০ সালে তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তাঁকে ‘দাবির-উল-মুল্ক’ ও ‘নাজম-উদ-দৌলা’ খেতাবে ভূষিত করেন।
Tag: world
No comments: