ধর্মীয় বিভাজন নিয়ে ওবামার মন্তব্য দুর্ভাগ্যজনক: রাজনাথ সিং
: ভারত সফরে এসে ধর্মীয় বিভাজন প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিং আজ (সোমবার) তারালাবালু মঠের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত তখনই উন্নতি করবে, যখন ধর্মীয় ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করা হবে না’-ওবামার এই মন্তব্য সত্যিই দুঃখজনক।’
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেন,‘ঘর ওয়াপসি’র কোনো কর্মসূচি নেই তাদের। বিজেপি সম্পূর্ণভাবে সেক্যুলারিজমে বিশ্বাস করে এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি সরকার ধর্মীয় কারণে মানুষের মধ্যে বিভাজনের মতো সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।’
রাজনাথ সিং আরো বলেন, ‘সরকার এ জন্য কোনো সংগঠন বা কোনো ব্যক্তির চাপের মধ্যে নেই। বিজেপি সরকার সব দেশের সঙ্গে উন্নত কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবেশি দেশের সঙ্গে সীমান্ত বিবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করতে চায় সরকার।’
ভারত সফরের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে বক্তৃতাকালে ধর্মীয় সহিষ্ণুতার ওপর জোর দেন।
তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিরই কোনো হয়রানি ছাড়াই তার ধর্মবিশ্বাস পালন করার অধিকার রয়েছে। ভারত ততক্ষণ সফল থাকবে, যতক্ষণ এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা হবে না।’
ধর্মীয় বিভাজন নিয়ে ওবামার মন্তব্য দুর্ভাগ্যজনক: রাজনাথ সিং : ভারত সফরে এসে ধর্মীয় বিভাজন প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং আজ (সোমবার) তারালাবালু মঠের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত তখনই উন্নতি করবে, যখন ধর্মীয় ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন করা হবে না’-ওবামার এই মন্তব্য সত্যিই দুঃখজনক।’ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেন,‘ঘর ওয়াপসি’র কোনো কর্মসূচি নেই তাদের। বিজেপি সম্পূর্ণভাবে সেক্যুলারিজমে বিশ্বাস করে এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি সরকার ধর্মীয় কারণে মানুষের মধ্যে বিভাজনের মতো সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।’ রাজনাথ সিং আরো বলেন, ‘সরকার এ জন্য কোনো সংগঠন বা কোনো ব্যক্তির চাপের মধ্যে নেই। বিজেপি সরকার সব দেশের সঙ্গে উন্নত কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবেশি দেশের সঙ্গে সীমান্ত বিবাদ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করতে চায় সরকার।’ ভারত সফরের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে বক্তৃতাকালে ধর্মীয় সহিষ্ণুতার ওপর জোর দেন। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিরই কোনো হয়রানি ছাড়াই তার ধর্মবিশ্বাস পালন করার অধিকার রয়েছে। ভারত ততক্ষণ সফল থাকবে, যতক্ষণ এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা হবে না।’
Tag: world
No comments: