মিশরে সামরিক অস্ত্র বিক্রির সিদ্ধান্তে অ্যামনেস্টির গভীর উদ্বেগ
: মিশরে জঙ্গি বিমান ও রণতরী বিক্রি করার জন্য সম্প্রতি ফ্রান্স যে চুক্তি করেছে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এসব সামরিক যুদ্ধাস্ত্র মিশরে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবহৃত হবে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে।
ফ্রান্সে নিয়োজিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইনজীবী আইমারিক এলুইন গত বৃহস্পতিবার ফ্রান্সের যুদ্ধাস্ত্র বিক্রির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে- এসব জঙ্গি বিমান আন্তর্জাতিক মানবাধিকার আইন বা মানবাধিকারের বিরুদ্ধে ব্যবহৃত হবে কিনা। কারণ আমরা জানি, মিশর সরকার তার দেশের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করে না।’
পাঁচশ' কোটি ২০ লাখ ইউরো মূল্যের এই চুক্তির আওতায় ফ্রান্স ২৪টি রাফেলে মডেলের জঙ্গি বিমান, একটি ফ্রেমম রণতরী এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র মিশরে সরবরাহ করার কথা রয়েছে।
আইমারিক এলুইন বলেন, সম্প্রতি ফ্রান্স নির্মিত শেরপা সামরিক যান মিশরে সরকার বিরোধীদের দমনে ব্যবহার করা হয়েছে।অতীতের ঘটনা স্মরণ করে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত মিশর কি আবারও রাফেলে জঙ্গি বিমান সঠিকভাবে ব্যবহার করবে নাকি করবে না?
মিশরে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যূত নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মিশর সরকার নতুন করে এসব সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করল।#১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
মিশরে সামরিক অস্ত্র বিক্রির সিদ্ধান্তে অ্যামনেস্টির গভীর উদ্বেগ : মিশরে জঙ্গি বিমান ও রণতরী বিক্রি করার জন্য সম্প্রতি ফ্রান্স যে চুক্তি করেছে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এসব সামরিক যুদ্ধাস্ত্র মিশরে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবহৃত হবে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। ফ্রান্সে নিয়োজিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইনজীবী আইমারিক এলুইন গত বৃহস্পতিবার ফ্রান্সের যুদ্ধাস্ত্র বিক্রির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে- এসব জঙ্গি বিমান আন্তর্জাতিক মানবাধিকার আইন বা মানবাধিকারের বিরুদ্ধে ব্যবহৃত হবে কিনা। কারণ আমরা জানি, মিশর সরকার তার দেশের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করে না।’ পাঁচশ' কোটি ২০ লাখ ইউরো মূল্যের এই চুক্তির আওতায় ফ্রান্স ২৪টি রাফেলে মডেলের জঙ্গি বিমান, একটি ফ্রেমম রণতরী এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র মিশরে সরবরাহ করার কথা রয়েছে। আইমারিক এলুইন বলেন, সম্প্রতি ফ্রান্স নির্মিত শেরপা সামরিক যান মিশরে সরকার বিরোধীদের দমনে ব্যবহার করা হয়েছে।অতীতের ঘটনা স্মরণ করে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত মিশর কি আবারও রাফেলে জঙ্গি বিমান সঠিকভাবে ব্যবহার করবে নাকি করবে না? মিশরে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যূত নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মিশর সরকার নতুন করে এসব সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করল।#১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: