হরতাল-অবরোধ প্রত্যাহার হলে সরকার সংলাপের কথা ভাববে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার দুপুরে দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সংলাপের কথা বলে আসছে। আমি তাদেরকে বলব বর্তমান সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগে বিএনপি-জামায়াতকে চাপ সৃষ্টি করুন। তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য।
বর্তমান সহিংস কর্মকাণ্ডের জন্য বিএনপি দায়ী নয় তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, তারা যদি এ কর্মকাণ্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সংকট হচ্ছে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া। এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসের জন্য? তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি বর্তমান সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এ কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সম্ভব। তাই করতে আমরা বদ্ধপরিকর।
বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হানিফ বলেন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন যখন স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেন তখন পুরো জাতি স্তম্ভিত হয়ে যায়। তার জামাতা ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে লেখালেখি করেন। 'জামায়াতের সান্নিধ্যে' আসায় তিনি স্বাধীনতার চেতনা থেকে কিছুটা দূরে সরে গেছেন কিনা জানি না। আমরা আশা করছি- তিনি মুক্তিযুদ্ধের চেতনার কাছেই ফিরে আসবেন।'
নাশকতা দমনে সরকার ব্যর্থ হচ্ছে কেন- প্রশ্ন করা হলে হানিফ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন। তাদের ৩০-৩৫ ভাগ ভোটার রয়েছে। তাছাড়া তাদের লাখ লাখ কর্মী রয়েছে। তাদের দমন করতে একটু সময় তো লাগবেই। তবে আশা করছি খুব শিগগিরই এদেরকে দমন করতে পারব।
No comments: