নিহতরা হলেন দিয়াহ শ্যাডি বারাকাত ও তার স্ত্রী ইউসোর মোহাম্মদ আবু-সালহা এবং তার বোন রাজান মোহাম্মদ আবু-সালহা।
পুলিশ অবশ্য ক্রেইগ স্টিফেন হিকস নামক হামলাকারীকে আটক করতে পেরেছে। ডারহাম কাউন্টি কারাগারে আটক ওই হামলাকারীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ গঠন করা হয়েছে। চ্যাপেল হিল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
সিরিয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বারাকাত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেন্টিস্ট্রি বিভাগে পিএইচডি পর্যায়ের ছাত্র ছিলেন।
মার্কিন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের ছবি পোস্ট করে তারা বলেছেন, তাদেরকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হয়েছে, নিহত মুসলিম শিক্ষার্থীরা সম্প্রতি গরীব ও বাস্তুহারাদের মধ্যে বিনা মূল্যে খাবার ও দাঁতের চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন।#১১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
নিহতরা হলেন দিয়াহ শ্যাডি বারাকাত ও তার স্ত্রী ইউসোর মোহাম্মদ আবু-সালহা এবং তার বোন রাজান মোহাম্মদ আবু-সালহা। পুলিশ অবশ্য ক্রেইগ স্টিফেন হিকস নামক হামলাকারীকে আটক করতে পেরেছে। ডারহাম কাউন্টি কারাগারে আটক ওই হামলাকারীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ গঠন করা হয়েছে। চ্যাপেল হিল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সিরিয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বারাকাত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেন্টিস্ট্রি বিভাগে পিএইচডি পর্যায়ের ছাত্র ছিলেন। মার্কিন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের ছবি পোস্ট করে তারা বলেছেন, তাদেরকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হয়েছে, নিহত মুসলিম শিক্ষার্থীরা সম্প্রতি গরীব ও বাস্তুহারাদের মধ্যে বিনা মূল্যে খাবার ও দাঁতের চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন।#১১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: