জামালপুরগামী কমিউটার ট্রেনে পেট্রলবোমায় ৫ যাত্রী দগ্ধ গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পেট্রলবোমাটি বিস্ফোরিত হলে ট্রেনের ৫ যাত্রী দগ্ধ হয়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
জামালপুরগামী কমিউটার ট্রেনে পেট্রলবোমায় ৫ যাত্রী দগ্ধ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পেট্রলবোমাটি বিস্ফোরিত হলে ট্রেনের ৫ যাত্রী দগ্ধ হয়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ রেল পথে গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী ৫১ নং আপ জামালপুর কমিউটার ট্রেনটি আনুমানিক সাড়ে ৫টার দিকে শ্রীপুর রেল স্টেশনে পৌঁছায়। এসময় কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জয়দেবপুর রেল স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়।
No comments: