পাকিস্তান দূতাবাসে সেমিনার: ওয়াশিংটনে তোলা হলো কাশ্মির ইস্যু
আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি
: আমেরিকার রাজধানী ওয়াশিংটনে তোলা হয়েছে বিতর্কিত কাশ্মির ইস্যু। বহু বছর পর ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস এবার কাশ্মির দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে এ কাজ করেছে। এর মাঝদিয়ে কাশ্মির সমস্যাকে পাকিস্তান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটনে পাক দূতাবাস আয়োজিত সেমিনারে বক্তারা দীর্ঘদিনের কাশ্মির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জনসংখ্যার হারে পরিবর্তন না আনার বিষয়ে হুঁশিয়ার করে দেন। কাশ্মিরের ভৌগোলিক ও সীমারেখায় পরিবর্তন আনার পরিণতি সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সেমিনার থেকে।
আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি বলেন, কাশ্মির সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে এবং সেই সময় দু দেশই তা মেনে নিয়েছিল। কাশ্মিরের জনগণের কাছে দেয়া সে প্রতিশ্রুতি এখন অমান্য করা হবে আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।#৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
পাকিস্তান দূতাবাসে সেমিনার: ওয়াশিংটনে তোলা হলো কাশ্মির ইস্যু আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি : আমেরিকার রাজধানী ওয়াশিংটনে তোলা হয়েছে বিতর্কিত কাশ্মির ইস্যু। বহু বছর পর ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস এবার কাশ্মির দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে এ কাজ করেছে। এর মাঝদিয়ে কাশ্মির সমস্যাকে পাকিস্তান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনে পাক দূতাবাস আয়োজিত সেমিনারে বক্তারা দীর্ঘদিনের কাশ্মির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জনসংখ্যার হারে পরিবর্তন না আনার বিষয়ে হুঁশিয়ার করে দেন। কাশ্মিরের ভৌগোলিক ও সীমারেখায় পরিবর্তন আনার পরিণতি সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সেমিনার থেকে। আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি বলেন, কাশ্মির সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে এবং সেই সময় দু দেশই তা মেনে নিয়েছিল। কাশ্মিরের জনগণের কাছে দেয়া সে প্রতিশ্রুতি এখন অমান্য করা হবে আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।#৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: