সোমবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াবদা মোড় আটককৃত ফেন্সিডিল সহ চব্দকৃত ট্রাকে থাকা সব্জি মেহেরপুর সদর থানা চত্বরে এ নিলাম সম্পন্ন হয়।
সোমবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াবদা মোড় আটককৃত ফেন্সিডিল সহ চব্দকৃত ট্রাকে থাকা সব্জি মেহেরপুর সদর থানা চত্বরে এ নিলাম সম্পন্ন হয়। ১৫ জন ক্রেতা নিলামে অংশ নেয়।
সর্বোচ্চ ১৭ হাজার ৬শ টাকা নিলাম উঠায় ক্রেতা রফিকুল ইসলামের কাছে সব্জি গুলো বিক্রি করা হয় বলে জানান সদর থানার ওসি আহসান হাবিব। নিলামকৃত সব্জি’র মধ্যে ছিলো ৩ হাজার পিস কপি, ১৫ বস্তা পেঁয়াজ, ৪ বস্তা সিম ও ১৯ ক্যারেট
Tag: lid news
No comments: