তৃতীয় দফা নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট
জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইভো মোরালেস
): বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তৃতীয় দফা দেশটি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী লা পাজের সংসদ ভবনের বাইরে এ সময় জনতাকে তুলুল উল্লাস করতে দেখা গেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ ৪০টির বেশি দেশের কর্মকর্তারা শপথ গ্রহণের এ অনুষ্ঠানে যোগ দেন।
শপথ অনুষ্ঠানে লাতিন আমেরিকার এ দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালস মুষ্টিবদ্ধ বাম হাত শূন্যে তুলে ধরেন। বলিভিয়ার জনগণের পক্ষ থেকে বিশ্বের সব মানুষের সাম্যের প্রতীক হিসেবে একে তিনি তুলে ধরেন।
সাবেক কোকো চাষী ৫৫ বছর বয়সি মোরালেস ২০০৬ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া, তার নেতৃত্বাধীন মুভমেন্ট টুওয়ার্ড সোশিয়ালিজন নামের রাজনৈতিক দলটি সংসদে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে।#২৩ জানুয়ারি (রেডিও তেহরান
তৃতীয় দফা নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইভো মোরালেস ): বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তৃতীয় দফা দেশটি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী লা পাজের সংসদ ভবনের বাইরে এ সময় জনতাকে তুলুল উল্লাস করতে দেখা গেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ ৪০টির বেশি দেশের কর্মকর্তারা শপথ গ্রহণের এ অনুষ্ঠানে যোগ দেন। শপথ অনুষ্ঠানে লাতিন আমেরিকার এ দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালস মুষ্টিবদ্ধ বাম হাত শূন্যে তুলে ধরেন। বলিভিয়ার জনগণের পক্ষ থেকে বিশ্বের সব মানুষের সাম্যের প্রতীক হিসেবে একে তিনি তুলে ধরেন। সাবেক কোকো চাষী ৫৫ বছর বয়সি মোরালেস ২০০৬ সালে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া, তার নেতৃত্বাধীন মুভমেন্ট টুওয়ার্ড সোশিয়ালিজন নামের রাজনৈতিক দলটি সংসদে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে।#২৩ জানুয়ারি (রেডিও তেহরান
Tag: world
No comments: