মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস (বেড়) গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও গাঁজার গাছ সহ পিতা পুত্র কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গাংনী থানা পুলিশের একটি দল আনন্দবাস (বেড়) গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এএসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনন্দবাস (বেড়) গ্রামের জব্বার মন্ডলের ছেলে ফরজ আলী (৫৫) ও তার ছেলে শহিদুল ইসলাম কে গ্রেফতার করে। পরে শহিদুলের শ্বীকারক্তি অনুযায়ী তার ঘরের চালের উপর বিচানো ৩ কেজি গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে। মামলা হওয়ার পর মেহেরপরে কোর্টে প্রেরন করা হবে।
No comments: