বিশ্বব্যাপী তেলের দরপতন: সৌদি আরব গেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
: বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সফরে করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
একটি সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, রিয়াদ পৌঁছে মাদুরো কয়েকজন সৌদি কর্মকর্তার সঙ্গে বৈঠকে করেছেন। এতে তিনি এসব কর্মকর্তাকে তেলের দাম পড়ে যাওয়া ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে একমতে আনার চেষ্টা করেন। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার বিষয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য দেশগুলো উদ্বিগ্ন হলেও সৌদি আরবের অবস্থান রয়েছে বিপরীতে। সৌদি আরব এবং ভেনিজুয়েলা দু দেশই ওপেকের সদস্য।
সৌদি আরব শেষে মাদুরো আলজেরিয়া সফর গেছেন। এর আগে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে করেছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।#১২ জানুয়ারি (রেডিও তেহরান)
No comments: