আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জাগো মেহেরপুর নামক একটি সংগঠনের উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে এ গণিত উৎসবের উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জাগো মেহেরপুর নামক একটি সংগঠনের উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে এ গণিত উৎসবের উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যড. মিয়াজান আলী। গনিত উৎসবে জেলার বিভিন্ন স্কুলের ৭ শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। আজ বিকালে মেহেরপুর শহীদ সামুজ্জোহা পার্কে অংশগহ্রনকারীদের মধ্যে থেকে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে বলে জানান জাগো মেহেরপুরের মুখপাত্র
No comments: