প্যারিস শোভাযাত্রায় যান নি ওবামা, বাইডেন বা মার্কিন কোনো মন্ত্রী
: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বা মন্ত্রী পর্যায়ের কেউ রোববারের প্যারিস সংহতি শোভাযাত্রায় অংশ নেন নি। সবচেয়ে মজার ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না এবং তারা দু’জনেরই পর্যাপ্ত অবকাশ ছিল। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের বিকেলের অংশ বিশেষ টিভিতে প্রচারিত ন্যাশনাল ফুটবল লিগের খেলা দেখে কাটিয়েছেন। অবশ্য এই খেলা লাইভ প্রচার করা হয় নি।
এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারত সফরে গেলেও এ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য আমেরিকার মন্ত্রী পর্যায়ের কেউ যান নি। এমন কি আমেরিকার শীর্ষ পর্যায়ের কোনোও কর্মকর্তাও এতে অংশ নেয়ার প্রয়োজন মনে করেন নি।
সন্ত্রাসবাদ বিরোধী একটি সেমিনারে যোগ দেয়ার জন্য ফরাসি রাজধানী উপস্থিত ছিলেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোলন্ডার। তাকেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নি। এ শোভাযাত্রা যখন চলছিল তখন একটি টক শোতে অংশ নিয়েছেন তিনি। অবশ্য তার দিনের কর্মসূচি কি ছিল তা তাৎক্ষণিক ভাবে জানায় মার্কিন আইন মন্ত্রণালয়। একই ভাবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসনের রোববারের কর্মসূচি প্রকাশ করা হয় নি।
অবশ্য, এ শোভাযাত্রায় শেষপর্যন্ত আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন প্যারিসের মার্কিন রাষ্ট্রদূত জেন হার্টলি।
আমেরিকার শীর্ষ পর্যায়ের নেতারা কেনও প্যারিস শোভাযাত্রায় যোগ দেন নি সে বিষয়ে মার্কিন প্রশাসনের কোনও বক্তব্য এখনো পাওয়া যায় নি।#১২ জানুয়ারি (রেডিও তেহরান)
No comments: