অবরোধ: সরকার ও বিরোধীদল হার্ডলাইনে,জনগণ আতঙ্কে বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এ অবস্থানের কথা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভয়ংকর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দে'য়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রিজভী।
অবরোধ: সরকার ও বিরোধীদল হার্ডলাইনে,জনগণ আতঙ্কে
বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এ অবস্থানের কথা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভয়ংকর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দে'য়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রিজভী।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশব্যাপী অবরোধের সপ্তম দিন অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কোনরকম নমনীয় মনোভাব দেখা যাচ্ছে না। বরং তারা আরো দমননীতি অবলম্বন করার কথা ঘোষণা করছে।
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার দলের অন্য নেতারা যে ভাষায় কথা বলেছেন তাতে দেশবাসী আরো আশান্ত পরিস্থিতির কথা ভেবে আতংকিত হচ্ছে।
এ অবস্থায় আজ পাড়ায় মহল্লায় সন্ত্রাস-বিরোধী কমিটি গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
তবে আরো একধাপ এগিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল আজ বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এখন থেকে বুকে গুলি করবে ।১৩ জানুয়ারি (রেডিও তেহরান):
আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেছেন, ল এ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠি ব্যবহার করছে। হয়তো পায়ে গুলি করছে, এরপর থেকে বুকে গুলি করবে।
এ প্রসঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম রেডিও তেহরানকে বলেন, একটি অবৈধ সরকার তার ক্ষমতা ধরে রাখতে কতটা মরিয়া ঊঠতে পারে তার প্রমাণ হচ্ছে গুলি করার মত চরম আতঙ্কজনক বক্তব্য।
এ প্রসঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট মাসুদ আহমেদ তালুকদার রেডিও তেহরানকে জানান, আনির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনের তীব্রতা দেখে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছে না । তাই তারা গুন্ডা-পান্ডাদের দিয়ে পাড়ায় মহল্লায় দমন কমিটি করে আরো অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তাতেও তাদের শেষ রক্ষা হবে না।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম আজ গণমাধ্যমকে বলেছেন, সরকার একেবারেই কঠোর অবস্থানে চলে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড় দেয়ার মানসিকতাতে নেই। বিএনপিরও ছাড় দেয়ার সম্ভাবনা নেই।
মনজুরুল ইসলাম মনে করেন “সামনের চিত্র ভয়াবহ। মানুষ উদ্বেগের মধ্যে আছে। যেভাবে চোরাগোপ্তা হামলা হচ্ছে, সে কারণে মানুষের মধ্যে স্বস্তি নেই। এভাবে দেশ চলতে পারে না”।#
No comments: