‘ইউক্রেনের সেনাবাহিনীর প্রেসিডেন্ট পোরোশেঙ্কো’র কোনোই নিয়ন্ত্রণ নেই’ ডেনিস পুশিলিন : স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের এক কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর ওপর দেশটির প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কো’র কোনোই নিয়ন্ত্রণ নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষ বন্ধের বিষয়ে পোরোশেঙ্কো’র সাম্প্রতিক মন্তব্যর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এ কথা বলেছেন দোনেতস্কের স্বঘোষিত সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান ডেনিস পুশিলিন।
‘ইউক্রেনের সেনাবাহিনীর প্রেসিডেন্ট পোরোশেঙ্কো’র কোনোই নিয়ন্ত্রণ নেই’
ডেনিস পুশিলিন
: স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের এক কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর ওপর দেশটির প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কো’র কোনোই নিয়ন্ত্রণ নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষ বন্ধের বিষয়ে পোরোশেঙ্কো’র সাম্প্রতিক মন্তব্যর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এ কথা বলেছেন দোনেতস্কের স্বঘোষিত সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান ডেনিস পুশিলিন।
সোমবারের গোড়ার দিকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেছিলেন, মিনস্ক চুক্তি বাস্তবায়ন করা প্রয়োজন এবং দু’ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
কিন্তু ডেনিস পুশিলিন বলেন, ইউক্রেনের সেনারা দোনেতস্কবাসীদের ঘরবাড়িতে গোলা বর্ষণ করছে এবং ইউক্রেনের সেনা কমান্ডাররা প্রকাশ্যেই বলছে, তারা প্রেসিডেন্ট পোরোশেঙ্কো’র পরোয়া করেন না।
ডেনিস আরো বলেন, পোরোশেঙ্কো ধোঁকা দিয়েছেন এবং তার নিয়ন্ত্রণে কিছুই নেই। এ কথা সত্যি যে ইউক্রেনই মিনস্ক চুক্তি বাস্তবায়ন করতে পারে নি বলে জানান তিনি।
তিনি বলেন, মিনস্ক চুক্তির প্রধান বিষয়গুলো হলো, ইউক্রেনের বাহিনীকে চুক্তি বাস্তবায়নের সম্মত করানো, সীমান্ত বন্ধ করা এবং বিদেশি সেনাদের সরিয়ে নেয়া।
গত এপ্রিলে মস্কোপন্থিদের বিক্ষোভ থামানোর জন্য কিয়েভ ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাবাহিনী অভিযানে নামে। এরপরই সেখানে মস্কোপন্থিদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর মারাত্মক সংঘর্ষ শুরু হয়। এ লড়াইয়ে অন্তত ৪৭০০ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।#১৩ জানুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: