ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বন্ধ ভারতের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় ভারতের পক্ষে বহু টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বন্ধ
ভারতের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় ভারতের পক্ষে বহু টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
শুল্ক দফতর সূত্রে জানা গেছে, একদিন বাণিজ্য বন্ধ থাকলে প্রায় ২০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাহত হয় এবং প্রায় দু’কোটি টাকা রাজস্ব আয় ক্ষতি হয়। যদিও রফতানিতে কোনো রাজস্ব আয় হয় না। কেবলমাত্র আমদানি বন্ধ থাকলে রাজস্ব ক্ষতি হয়। বিশেষ করে সুপারি আমদানিতে রাজস্ব আয় বেশি হয়। অন্য ক্ষেত্রে এই আয় কম বেশি হয়।
পেট্রাপোল সিঅ্যাণ্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী আজ জানান,‘কিছুদিন হল আমাদের কাস্টমসের নতুন এসি এসেছেন। উনি এক্সপোর্টের ক্ষেত্রে দ্রুত কাজ দেখাতে পারছেন না। তার কাজে আমরা এক্সপোর্টাররা অখুশি, এজন্য বাণিজ্য ধীরে ধীরে সরে যাচ্ছে অন্যত্র। এই বিষয়টি নিয়ে তার সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি।
কার্ত্তিক চক্রবর্তী জানান,‘কাস্টমসের নতুন এসি ভাল কথা বলছেন, ভাল ব্যবহার করছেন, কিন্তু ট্রেড যাতে দ্রুত হয়, কাজের গতি যাতে বাড়ে,এক্সপোর্টাররা যাতে বেশি করে এই বন্দরমুখী হয় সেজন্য তার কোনো পদক্ষেপ দেখছি না। আমরা মাস দুয়েক আগেও এসিকে জানিয়েছি, বাণিজ্যের গতি আরো বাড়াতে হবে। এক্সপোর্টাররা সবাই তাকে সন্দেহের চোখে দেখছে। সেজন্য বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের পক্ষ থেকে একদিনের পেনডাউন বা প্রতীকী ধর্মঘট কর্মসূচি নেয়া হয়েছে।’
সিঅ্যাণ্ডএফ সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাস্টমসের সহকারি কমিশনার শশীকান্ত কুমার। তিনি বলেছেন,‘আমদের অফিসাররা অফিসে এসে কাজ করছেন। এক্সপোর্ট সংক্রান্ত অফিশিয়াল কাজকর্ম চলছে। আমরা জানতে পেরেছি তারা পেন ডাউন কর্মসূচি নিয়েছেন। কিন্ত কতক্ষণের জন্য করবেন তা আমার জানা নেই। গতকাল কয়েকজন বেসরকারিভাবে এসে জানিয়েছেন বিষয়টি।’ শশীকান্ত কুমার জানান, ‘যারা অন্যায় কাজকর্ম করছেন তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। বেশি বেশি চেকিংয়ের জন্য আপত্তি রয়েছে তাদের। তাছাড়া কোনো সমস্যা নেই।’
এদিকে, পেট্রাপোল মুটিয়া মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট জামাল আলী মন্ডল জানান, সিঅ্যাণ্ডএফ এজেন্টদের ধর্মঘটের কারণে বাংলাদেশের বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে আজ কোনো আমদানির গাড়ি না আসায় শ্রমিকরা লোড-আনলোডের কোনো কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছে। এখানে ৪টি ইউনিয়ন মিলে প্রায় ৯শ’ শ্রমিক কাজ করেন বলে জানান জামাল আলী মণ্ডল।#১৩ জানুয়ারি (রেডিও তেহরান):
Tag: national
No comments: