এডওয়ার্ড স্নোডেনকে চাকরির প্রস্তাব দিয়েছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা
এডওয়ার্ড স্নোডেন
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে চাকরির প্রস্তাব দিয়েছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা তবে স্নোডেন না নেন নি। ২০১৩ সালে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরে বিমান বন্দরে আটকা থাকার সময় এ প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের কর্মী সারান হ্যারিসন। জার্মানির ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতাদের এ কথা জানিয়েছেন তিনি এবং এ চলচ্চিত্রটি গতকাল শেষ বেলায় প্রচারিত হয়েছে।
সারান বলেন, মার্কিন কর্তৃপক্ষ পাসপোর্ট বাতিল করে দেয়ায় ২০১৩ সালের জুন মাসের ২৩ তারিখ থেকে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় আটকা পড়েছিলেন স্নোডেন। আগস্ট মাসে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় রাশিয়া এবং বর্তমানে তিনি রাশিয়াতে আছেন। শেরেমেটিয়েভো বিমান বন্দরে আটক থাকার সময়ে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস একবারই স্নোডেনকে চাকরির প্রস্তাব দিয়েছিল। সারান আরো বলেন, রাশিয়াকে আমেরিকা সম্পর্কে কোনো গোপন তথ্য জানান নি স্নোডেন।
এনএসএ’র টেলিফোন ও ইন্টারনেটে ব্যাপক আড়িপাতার ঘটনা ২০১৩ সালে ফাঁস করে দেন ৩০ বছর বয়সী স্নোডেন। পরে হংকং থেকে গোপনে রাশিয়া যাওয়ার পথে তার পাসপোর্ট বাতির করে দেয় মার্কিন সরকার। অবশ্য নিজ দেশ থেকে তিনি বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার তথ্য ফাঁস করার খবর মার্কিন প্রশাসন জানতে পারেনি।# ১৩ জানুয়ারি (রেডিও তেহরান):
No comments: