সাক্ষাৎকারে ওবামা: ‘পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় গ্রহণযোগ্য নয়’
ভারত সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসীদের নিরাপদ-আশ্রয় গ্রহণযোগ্য হতে পারে না।
ভারতের ইংরেজি দ্যা হিন্দুর বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ইন্ডিয়া টুডে ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ওবামা আরো বলেছেন, ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িতদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে আমেরিকা বিরামহীন পরিশ্রম করে যাচ্ছে।” আগামীকাল (রোববার) থেকে ওবামা তিন দিনব্যাপী ভারত সফর করবেন।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলায় ১৫০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিশ্ববাসী ভীত-সন্ত্রস্ত হয়েছে বলেও ওবামা মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ হামলা হৃদয়বিদারক সন্ত্রাসী হুমকির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে আমেরিকা ও ভারত ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।# ২৪ জানুয়ারি (রেডিও তেহরান):
সাক্ষাৎকারে ওবামা: ‘পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় গ্রহণযোগ্য নয়’ ভারত সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসীদের নিরাপদ-আশ্রয় গ্রহণযোগ্য হতে পারে না। ভারতের ইংরেজি দ্যা হিন্দুর বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ইন্ডিয়া টুডে ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ওবামা আরো বলেছেন, ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িতদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, “সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে আমেরিকা বিরামহীন পরিশ্রম করে যাচ্ছে।” আগামীকাল (রোববার) থেকে ওবামা তিন দিনব্যাপী ভারত সফর করবেন। পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলায় ১৫০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিশ্ববাসী ভীত-সন্ত্রস্ত হয়েছে বলেও ওবামা মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ হামলা হৃদয়বিদারক সন্ত্রাসী হুমকির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে আমেরিকা ও ভারত ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।# ২৪ জানুয়ারি (রেডিও তেহরান):
Tag: world
No comments: