পূর্ব ইউক্রেনে যাত্রীবাহী বাসে গোলার আঘাতে ১১ জন নিহত, আহত ১৩
: ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোনেতস্কের কাছে যাত্রীবাহী বাসে গোলার আঘাতে অন্তত ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। কিয়েভের বাহিনী ওই হামলা চালাতে পারে বলে স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধি ডেনিস পুশিলিন দাবি করেছেন।
ভোলনোভাখা শহরের ইউক্রেনের সামরিক চেকপয়েন্টের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। রুশপন্থি স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রিত এলাকার দিক থেকে গোলা এসেছে বলে কিয়েভের বিবৃতিতে বলা হয়েছে। কিন্তু দোনেতস্কের রুশপন্থি স্বাধীনতাকামীদের মুখপাত্র বলেন, এলাকাটা অনেক ভেতরে অবস্থিত এবং কিয়েভ নিয়ন্ত্রিত। এ এলাকায় হামলা চালানোর সক্ষমতা রুশপন্থি স্বাধীনতাকামীদের নেই বলেও দাবি করেন তিনি।
স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধি ডেনিস পুশিলিন বলেন, ইউক্রেনের সেনাদের এ হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। স্বাধীনতাকামীদের ঘাড়ে দোষ চাপানোর জন্য এ হামলা হতে পারে বলে দাবি করেন তিনি।#১৪ জানুয়ারি (রেডিও তেহরান)
পূর্ব ইউক্রেনে যাত্রীবাহী বাসে গোলার আঘাতে ১১ জন নিহত, আহত ১৩ : ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোনেতস্কের কাছে যাত্রীবাহী বাসে গোলার আঘাতে অন্তত ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। কিয়েভের বাহিনী ওই হামলা চালাতে পারে বলে স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধি ডেনিস পুশিলিন দাবি করেছেন। ভোলনোভাখা শহরের ইউক্রেনের সামরিক চেকপয়েন্টের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। রুশপন্থি স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রিত এলাকার দিক থেকে গোলা এসেছে বলে কিয়েভের বিবৃতিতে বলা হয়েছে। কিন্তু দোনেতস্কের রুশপন্থি স্বাধীনতাকামীদের মুখপাত্র বলেন, এলাকাটা অনেক ভেতরে অবস্থিত এবং কিয়েভ নিয়ন্ত্রিত। এ এলাকায় হামলা চালানোর সক্ষমতা রুশপন্থি স্বাধীনতাকামীদের নেই বলেও দাবি করেন তিনি। স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধি ডেনিস পুশিলিন বলেন, ইউক্রেনের সেনাদের এ হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। স্বাধীনতাকামীদের ঘাড়ে দোষ চাপানোর জন্য এ হামলা হতে পারে বলে দাবি করেন তিনি।#১৪ জানুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: