গাজায় ইসরাইলি আগ্রাসন: জাতিসংঘের তদন্তকাজে বাধা দিচ্ছে তেলআবিব : অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘের তদন্ত কাজকে বাধাগ্রস্ত করতে জোর প্রচেষ্টা শুরু করেছে তেলআবিব।
গাজায় ইসরাইলি আগ্রাসন: জাতিসংঘের তদন্তকাজে বাধা দিচ্ছে তেলআবিব
: অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘের তদন্ত কাজকে বাধাগ্রস্ত করতে জোর প্রচেষ্টা শুরু করেছে তেলআবিব।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর ও পাশবিক হত্যাযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ তদন্ত করার যে সিদ্বান্ত নিয়েছে, তাতে অন্তত ৪৭টি সদস্য রাষ্ট্র যাতে ভোট না দেয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে তেল আবিব সরকার তার সকল কূটনীতিককে নির্দেশনা দিয়েছে। আজ বুধবার জেরুজালেম পোস্ট এ কথা জানিয়েছে।
জাতিসংঘের অন্তত ২৪টি রাষ্ট্র যাতে তদন্ত কমিশনের বিপক্ষে ভোট দেয় কিংবা ভোট দানে বিরত থাকে বা অনুপস্থিত থাকে সেজন্য তেল আবিব জোর লবিং শুরু করেছে বলে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে।
এছাড়া, ইহুদিবাদী ইসরাইল জাতিসংঘের তদন্ত কমিশনের প্রধান কানাডীয় আইনজীবী উইলিয়াম স্কাবাসের সুনামহানিরও চেষ্টা করছে। গাজায় মানবতা বিরোধী অপরাধ এবং বর্বর আগ্রাসন চালানোর জন্য তিনিই ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ আনেন।
জাতিসংঘের তদন্ত কমিশন গাজা যুদ্ধের ওপর আগামি মার্চে সংস্থাটির মানবাধিকার কাউন্সিলের কাছে প্রতিবেদন পেশ করা কথা রয়েছে। প্রতিবেদন পেশ করার কয়েক দিন পর জাতিসংঘে এর ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#১৪ জানুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: