সোমালিয়ায় গোষ্ঠীগত দাঙ্গায় ২৩ জন নিহত; সমঝোতার চেষ্টা চলছে
: সোমালিয়ার মধ্যাঞ্চলে গোষ্ঠীগত দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইথোপিয়ার সীমান্তবর্তী হিরান এলাকায় ‘বুরডিনলি’ এবং ‘হাদা ওগলে’ গ্রামে দির ও হাওয়াদলে গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। এতেই এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে সোমালিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে দুই পক্ষ শান্তি প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে। তবে বিবাদমান দুই গোষ্ঠীর অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সরকারের পক্ষ থেকে সংঘর্ষ থামানোর চেষ্টা করা হচ্ছে। সমঝোতা প্রতিষ্ঠায় প্রবীণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকারি কর্মকর্তারা।# ২২ জানুয়ারি (রেডিও তেহরান)
সোমালিয়ায় গোষ্ঠীগত দাঙ্গায় ২৩ জন নিহত; সমঝোতার চেষ্টা চলছে : সোমালিয়ার মধ্যাঞ্চলে গোষ্ঠীগত দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইথোপিয়ার সীমান্তবর্তী হিরান এলাকায় ‘বুরডিনলি’ এবং ‘হাদা ওগলে’ গ্রামে দির ও হাওয়াদলে গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। এতেই এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে সোমালিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে দুই পক্ষ শান্তি প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে। তবে বিবাদমান দুই গোষ্ঠীর অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সংঘর্ষ থামানোর চেষ্টা করা হচ্ছে। সমঝোতা প্রতিষ্ঠায় প্রবীণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকারি কর্মকর্তারা।# ২২ জানুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: