Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাকিস্তানের পেশাওয়ারে যে স্কুলে গতমাসে বর্বর তালিবান হামলায় ১৪০ জন নিহত হয়েছিলো সে স্কুলটি আজ আবার খুলেছে। সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকরা ভয়াবহ ওই হত্যাযজ্ঞের পর আজই প্রথম শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে ফিরে এসেছে। স্কুলে তারা নিহতদের স্মরণে একটি অনুষ্ঠান করবে। গত ১৬ই ডিসেম্বরের ভয়াবহ ওই হামলার ঘটনার প্রেক্ষিতে দেয়া অতিরিক্ত ছুটির পর মূলত সারাদেশে স্কুলগুলো খুলতে শুরু করেছে। পাকিস্তান সরকার ওই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনার পর যাদের মৃত্যুদণ্ড বিলম্বিত হচ্ছিলো সেগুলো কার্যকর করতে শুরু করে। এছাড়া সন্ত্রাসী ঘটনাগুলোর জন্য দায়ের করার মামলার বিচারের জন্য সামরিক আদালত প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়। বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ রাতেও সান্ধ্য আইন কার্যকর থাকবে। তবে আজ সকাল ১১টা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।





 

পাকিস্তানের পেশাওয়ারে যে স্কুলে গতমাসে বর্বর তালিবান হামলায় ১৪০ জন নিহত হয়েছিলো সে স্কুলটি আজ আবার খুলেছে।

সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকরা ভয়াবহ ওই হত্যাযজ্ঞের পর আজই প্রথম শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে ফিরে এসেছে।

স্কুলে তারা নিহতদের স্মরণে একটি অনুষ্ঠান করবে।

গত ১৬ই ডিসেম্বরের ভয়াবহ ওই হামলার ঘটনার প্রেক্ষিতে দেয়া অতিরিক্ত ছুটির পর মূলত সারাদেশে স্কুলগুলো খুলতে শুরু করেছে।

পাকিস্তান সরকার ওই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনার পর যাদের মৃত্যুদণ্ড বিলম্বিত হচ্ছিলো সেগুলো কার্যকর করতে শুরু করে।

এছাড়া সন্ত্রাসী ঘটনাগুলোর জন্য দায়ের করার মামলার বিচারের জন্য সামরিক আদালত প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়।
 
 
  বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ রাতেও সান্ধ্য আইন কার্যকর থাকবে।

তবে আজ সকাল ১১টা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।






«
Next
আজ বিকেল পাঁচটা থেকে কাল সকাল ৭ টা পর্যন্ত আবার কারফিউ কার্যকর হবে। পুলিশ সুপার আবুল কালাম আজাদ রাঙ্গামাটির পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন আজ বিকেল পাঁচটা থেকে কাল সকাল ৭ টা পর্যন্ত আবারো সান্ধ্য আইন কার্যকর হবে । তিনি বিবিসি বাংলাকে জানান জেলা প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার পর আজ সকালেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
»
Previous
প্যারিস শোভাযাত্রায় যান নি ওবামা, বাইডেন বা মার্কিন কোনো মন্ত্রী : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বা মন্ত্রী পর্যায়ের কেউ রোববারের প্যারিস সংহতি শোভাযাত্রায় অংশ নেন নি। সবচেয়ে মজার ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না এবং তারা দু’জনেরই পর্যাপ্ত অবকাশ ছিল। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের বিকেলের অংশ বিশেষ টিভিতে প্রচারিত ন্যাশনাল ফুটবল লিগের খেলা দেখে কাটিয়েছেন। অবশ্য এই খেলা লাইভ প্রচার করা হয় নি। এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারত সফরে গেলেও এ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য আমেরিকার মন্ত্রী পর্যায়ের কেউ যান নি। এমন কি আমেরিকার শীর্ষ পর্যায়ের কোনোও কর্মকর্তাও এতে অংশ নেয়ার প্রয়োজন মনে করেন নি। সন্ত্রাসবাদ বিরোধী একটি সেমিনারে যোগ দেয়ার জন্য ফরাসি রাজধানী উপস্থিত ছিলেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোলন্ডার। তাকেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় নি। এ শোভাযাত্রা যখন চলছিল তখন একটি টক শোতে অংশ নিয়েছেন তিনি। অবশ্য তার দিনের কর্মসূচি কি ছিল তা তাৎক্ষণিক ভাবে জানায় মার্কিন আইন মন্ত্রণালয়। একই ভাবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসনের রোববারের কর্মসূচি প্রকাশ করা হয় নি। অবশ্য, এ শোভাযাত্রায় শেষপর্যন্ত আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন প্যারিসের মার্কিন রাষ্ট্রদূত জেন হার্টলি। আমেরিকার শীর্ষ পর্যায়ের নেতারা কেনও প্যারিস শোভাযাত্রায় যোগ দেন নি সে বিষয়ে মার্কিন প্রশাসনের কোনও বক্তব্য এখনো পাওয়া যায় নি।#১২ জানুয়ারি (রেডিও তেহরান)
Pages 22123456 »

No comments:

Leave a Reply