সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকরা ভয়াবহ ওই হত্যাযজ্ঞের পর আজই প্রথম শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে ফিরে এসেছে।
স্কুলে তারা নিহতদের স্মরণে একটি অনুষ্ঠান করবে।
গত ১৬ই ডিসেম্বরের ভয়াবহ ওই হামলার ঘটনার প্রেক্ষিতে দেয়া অতিরিক্ত ছুটির পর মূলত সারাদেশে স্কুলগুলো খুলতে শুরু করেছে।
পাকিস্তান সরকার ওই ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনার পর যাদের মৃত্যুদণ্ড বিলম্বিত হচ্ছিলো সেগুলো কার্যকর করতে শুরু করে।
এছাড়া সন্ত্রাসী ঘটনাগুলোর জন্য দায়ের করার মামলার বিচারের জন্য সামরিক আদালত প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়।
বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ রাতেও সান্ধ্য আইন কার্যকর থাকবে।
তবে আজ সকাল ১১টা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
No comments: