‘পাকিস্তানের সরকারি দলে যোগ দিতে পারেন বিরোধী দলের প্রধান বিলাওয়াল’
: পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাবেক প্রধানমন্ত্রী আরবাব গোলাম রহিম বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো খুব শিগগিরই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগে যোগ দিতে পারেন। প্রাদেশিক পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি পাকিস্তান মুসলিম লীগ-ফাংশনাল বা পিএমএল-এফ’র প্রধান পীর পারাগা’র এ সংক্রান্ত বক্তব্যও স্মরণ করিয়ে দেন। এর আগে পীর পাগারা বলেছিলেন, বিলাওয়াল ভুট্টো তাদের ঐতিহ্যবাহী দল ত্যাগ করতে যাচ্ছেন।
পাকিস্তানের পিপলস পার্টি বা পিপিপি’র দুই শীর্ষ নেতা আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টোর মধ্যে ব্যাপক মতবিরোধ চলছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এ পরিস্থিতিতে বিলাওয়ালের দলত্যাগের আশঙ্কার কথা জানালেন আরবাব গোলাম রহিম। ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের প্রতি পিপিপি’র সমর্থনের বিষয়ে বাবা-ছেলের সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে।
তবে সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন বলেছেন, আরবাব গোলাম রহিম সুস্পষ্ট অবস্থান গ্রহণ করার মতো ব্যক্তি নন।#২২ জানুয়ারি (রেডিও তেহরান)
‘পাকিস্তানের সরকারি দলে যোগ দিতে পারেন বিরোধী দলের প্রধান বিলাওয়াল’ : পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাবেক প্রধানমন্ত্রী আরবাব গোলাম রহিম বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো খুব শিগগিরই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগে যোগ দিতে পারেন। প্রাদেশিক পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি পাকিস্তান মুসলিম লীগ-ফাংশনাল বা পিএমএল-এফ’র প্রধান পীর পারাগা’র এ সংক্রান্ত বক্তব্যও স্মরণ করিয়ে দেন। এর আগে পীর পাগারা বলেছিলেন, বিলাওয়াল ভুট্টো তাদের ঐতিহ্যবাহী দল ত্যাগ করতে যাচ্ছেন। পাকিস্তানের পিপলস পার্টি বা পিপিপি’র দুই শীর্ষ নেতা আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টোর মধ্যে ব্যাপক মতবিরোধ চলছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এ পরিস্থিতিতে বিলাওয়ালের দলত্যাগের আশঙ্কার কথা জানালেন আরবাব গোলাম রহিম। ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজের প্রতি পিপিপি’র সমর্থনের বিষয়ে বাবা-ছেলের সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে। তবে সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন বলেছেন, আরবাব গোলাম রহিম সুস্পষ্ট অবস্থান গ্রহণ করার মতো ব্যক্তি নন।#২২ জানুয়ারি (রেডিও তেহরান)
Tag: world
No comments: