আজ বিকেল পাঁচটা থেকে কাল সকাল ৭ টা পর্যন্ত আবার কারফিউ কার্যকর হবে।
পুলিশ সুপার আবুল কালাম আজাদ
রাঙ্গামাটির পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন আজ বিকেল পাঁচটা থেকে কাল সকাল ৭ টা পর্যন্ত আবারো সান্ধ্য আইন কার্যকর হবে ।
তিনি বিবিসি বাংলাকে জানান জেলা প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার পর আজ সকালেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রোববার সেখানে জনসংহতি সমিতির সমর্থকদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের পর সান্ধ্য আইন জারি করা হয়েছিলো।
রাঙ্গামাটির জেলা প্রশাসক শামসুল আরেফিন রোববার বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, শহরের বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল জনতা ভাংচুর এবং অগ্নিসংযোগ শুরু করার পর প্রশাসন এই ব্যবস্থা নেয়।
সেখানে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কদিন ধরে উত্তেজনা চলছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই মেডিক্যাল কলেজ স্থাপনের বিরোধিতা করছে।
জেলা প্রশাসক জানান, রাঙ্গামাটি শহর এবং এর আশে-পাশের জায়গায় এই সান্ধ্য আইন জারি হয়েছে।
শহরে মাইকিং করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
No comments: