শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর ২০ দলীয় জোট কাথুলী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়।
শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর ২০ দলীয় জোট
কাথুলী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহাবুবুর রহমান সহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
এদিকে, মেহেরপুর জেলার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। দুরপাল্লার গাড়ি চলাচল না করলেও শহরে ইজিবাইক, টেম্পু, নছিমন, করিমন, আলমসাধুসহ অফিসিয়াল ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে, মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গতরাতে জেলায় নাশকতার আশংকায় কোনো আটক নাই। নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
Tag: lid news
No comments: