তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যানি সি. রিচার্ড। রিচার্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৩ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন রিচার্ড। এসময় সরকারি কর্মকর্তারা ছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এছাড়া কক্সবাজারও সফর করবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী, জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তা এবং ওই এলাকায় কর্মরত বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে ১৬ থেকে ১৯ জানুয়ারি মিয়ানমার সফর করবেন রিচার্ড।
তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যানি সি. রিচার্ড। রিচার্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৩ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন রিচার্ড। এসময় সরকারি কর্মকর্তারা ছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারও সফর করবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী, জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তা এবং ওই এলাকায় কর্মরত বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে ১৬ থেকে ১৯ জানুয়ারি মিয়ানমার সফর করবেন রিচার্ড।
Tag: world
No comments: