গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দুপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ এবং শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে ৩ যাত্রীর লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার তল্লী পশ্চিম পাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী আসমা খাতুন (৪২) এবং শ্রীপুর কাওরাইদ মধ্যপাড়া এলাকার শিশু সাবিকুন নাহার ।
স্থানীয়রা তিন ঘন্টা চেষ্টার পর বিকাল পৌনে ৪টায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেন।
স্থানীয় কাওরাইদ ইউপি সদস্য জসিম উদ্দিন মীর ওরফে দাদন জানান, ত্রিমোহনীর নান্দিয়া সাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর মোহনায় শ্রীপুর উপজেলার বরমী থেকে ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী ট্রলারের সাথে পাতলাশী এলাকা থেকে বর্মীগামী অপর একটি যাত্রীবাহী ট্রালারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাতলাশী থেকে বর্মীগামী ট্রলারটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষা নদীর পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই নদীর পাড়ে উঠতে সমর্থ হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।
No comments: