Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মসুলের বাইরে আইএসআইএলের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত : ইরাকের মসুল শহরের বাইরে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে।





মসুলের বাইরে আইএসআইএলের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত


: ইরাকের মসুল শহরের বাইরে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে।



মসুল শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরাকি সূত্র জানিয়েছে, তাল-আফার বিমানবন্দরের কাছে আইএসআইএল কমান্ডার আবু আব্দুল্লাহ কসোভোই’র  গাড়ি বহরে দু’টি বোমা হামলা হলে তিনি নিহত হন। সূত্রটি আরো বলেছে, ছয়টি গাড়ির ওই বহর ‘খালিদ’ সেনা স্থাপনার দিকে যাওয়ার পথে মসুলের কাছে ‘আইন জাহিস’ শহরের কাছে বোমা হামলার মুখে পড়ে।



এদিকে, ইসমাত রজব নামে একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, মসুল ব্রিগেড নামে স্থানীয় একটি প্রতিরোধকামী দল আইএসআইএলের দুই সন্ত্রাসীকে হত্যা করেছে।



গত জুনে আইএসআইএল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ দেশটির বেশ কিছু এলাকা দখল করে নেয়। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় তারা ইরাকের শিয়া,সুন্নি,কুর্দি, ইযাদি, কুর্দি  এবং খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের ওপর  গণহত্যা  ও পাশবিকতা চালিয়ে যাচ্ছে। আইএসআইএল সিরিয়ার কিছু অঞ্চল দখলে নিয়ে সেখানেও একই ধরণের নৃশংসতা ও বর্বরতা চালিয়ে যাচ্ছে। ইরাকের সরকারি কর্মকর্তারা তাদের দেশে সন্ত্রাসবাদ বিস্তারের জন্য তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ পারস্য উপসাগরীয় আরো  কিছু দেশকে অভিযুক্ত করে আসছে।#৮  ডিসেম্বর (রেডিও তেহরান)
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply