Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ‘গীতা’ কে জাতীয় গ্রন্থের মর্যাদা দাবি সুষমার: সমালোচনার ঝড় : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হিন্দু ধর্মগ্রন্থ গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দেয়ার দাবি জানানোয় বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটি বিশেষ ধর্মগ্রন্থকে জাতীয় গ্রন্থ করার দাবি ওঠাতেই এই বিতর্ক শুরু হয়েছে।






‘গীতা’ কে জাতীয় গ্রন্থের মর্যাদা দাবি সুষমার: সমালোচনার ঝড়

: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হিন্দু ধর্মগ্রন্থ গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দেয়ার দাবি জানানোয় বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটি বিশেষ ধর্মগ্রন্থকে জাতীয় গ্রন্থ করার দাবি ওঠাতেই এই বিতর্ক শুরু হয়েছে।



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ দেশ। গণতন্ত্রে সংবিধানই পবিত্র গ্রন্থ। আমরা অন্য পবিত্র গ্রন্থকেও সম্মান করি। কোরআন, পুরাণ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক থেকে গীতা ইত্যাদি সব ধর্ম গ্রন্থই আমাদের গর্বের।’



কংগ্রেস নেতা মনীশ তেওয়ারির মন্তব্য, ‘কেউ যদি গীতার বক্তব্য আত্মস্থ করতে পারেন, তাহলে এমন লঘু মন্তব্য করতে পারেন না।’



সিপিএম নেতা বিমান বসু অবশ্য গীতা নিয়ে কী বলা হয়েছে তা সম্পূর্ণ না জেনে মন্তব্য করতে অস্বীকার করেছেন।



শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় বলেছেন, ‘ধর্ম ও দর্শনের ক্ষেত্রে গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। কিন্তু তাঁর মানে এই নয় যে, তাকে জাতীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা আমাদের ধর্মনিরপেক্ষ ভাবধারা ও সংস্কৃতির পরপন্থী। অন্য ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত লাগাটাই স্বাভাবিক।’



ইতিহাসবিদ রজতকান্ত রায় বলেছেন, ‘কেন আচমকা গীতা? কেনই বা উপনিষদ নয়? মুসলমানদের কোনো ধর্মগ্রন্থকেও তো জাতীয় ধর্মগ্রন্থ করা যেত! আসলে কোনো একটি গ্রন্থকে ভারতের মতো দেশে আলাদা করে স্বীকৃতি দেয়া ঠিক নয়। অন্য গ্রন্থগুলো কী দোষ করল?’



বঙ্গীয় খৃস্টীয় পরিষদের সভাপতি হেরোদ মল্লিক বলেন, ‘গীতার পবিত্রতা নিয়ে কারো সংশয় নেই। কিন্তু ধর্মনিরপেক্ষ দেশে সেই গ্রন্থকে জাতীয় বলে ঘোষণা করা যায় না। জাতীয় হিসাবে স্বীকৃতি দিতে হলে, সব ধর্মের গ্রন্থগুলোকে একত্রেই স্বীকৃতি দেয়া যেতে পারে।’



হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার ৫,১৫১ বছর পূর্তি উপলক্ষে দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে 'গীতা'কে জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করার আহ্বান  জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা বলেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, গীতা অনুসারে জীবনযাপন করা সাধক হিসাবে এই অনুষ্ঠানে এসেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভগবত গীতা উপহার হিসাবে তুলে দিয়ে একে কার্যত জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করেছেন।     



সুষমার দাবি, ‘গীতায় সবার সবধরণের সমস্যার সমাধানের জবাব আছে, তাই গীতাকে জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করা উচিত। তিনি বিদেশমন্ত্রী হিসাবে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করছেন, তার  কৃতিত্বও তিনি ভগবত গীতাকে দিয়েছেন সুষমা স্বরাজ।৮ ডিসেম্বর (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply