ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদ্বয় হলেন- পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন (ঢাকা উত্তর সিটি করপোরেশন) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)।ডিসিসি উত্তর ও দক্ষিণে নতুন প্রশাসক
ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদ্বয় হলেন- পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন (ঢাকা উত্তর সিটি করপোরেশন) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)।ডিসিসি উত্তর ও দক্ষিণে নতুন প্রশাসক
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এর আগে গত বুধবার তাদেরকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সিটি করপোরেশন আইন অনুযায়ী তারা ছয় মাস প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণলয়ের প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়নি।
২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন ভেঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ নামে আলাদা সিটি করপোরেশন গঠন করা হয়। তখন ডিসিসি আইন পরিবর্তন করে ছয় মাস মেয়াদে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয় তাতে।
সর্বশেষ নিয়োগ পাওয়া প্রশাসকরা ছিলেন উভয় সিটি কর্পোরেশনের পঞ্চম দফা নিয়োগ পাওয়া প্রশাসক।
Tag: national
No comments: