সারদা কেলেঙ্কারিতে মদন মিত্রকে সিবিআইয়ের তলব, অস্বস্তিতে তৃণমূল : ভারতের পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্রকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আগামীকাল (বুধবার) মন্ত্রীকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
সারদা কেলেঙ্কারিতে মদন মিত্রকে সিবিআইয়ের তলব, অস্বস্তিতে তৃণমূল
: ভারতের পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্রকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আগামীকাল (বুধবার) মন্ত্রীকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
সারদা কেলেঙ্কারিতে পরিবহণমন্ত্রীর ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। যদি তিনি বুধবার আসতে না পারেন, তা হলে কবে পারবেন, সে ব্যাপারেও আজ (মঙ্গলবারে) র মধ্যে জানাতে হবে সিবিআইকে। এভাবে কার্যত কড়া তলব আসায় রাজনৈতিকভাবে বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে যাত্রা শুরু হয়েছিল সারদা গোষ্ঠীর। বাম আমলেও ওই এলাকার দাপুটে বিধায়ক ছিলেন মদন মিত্র। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ সুযোগসুবিধা নিয়ে সারদার ব্যবসা বিস্তারে সহায়তা করেছিলেন। তৃণমূলের বহিষ্কৃত সংসদ সদস্য কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পর বারবার মদনবাবুর দিকে আঙুল উঠেছে।
সারদা কর্তা সুদীপ্ত সেনও অভিযোগ করেছেন মদন মিত্রের বিরুদ্ধে। এর সত্যতা বিচার করে দেখতে তাকে তলব করেছে সিবিআই। এর আগে ২১ নভেম্বর মদন বাবুকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তার দু'দিন আগে পিঠে টিউমার নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
এভাবে তিনি সিবিআইয়ের জেরা এড়ান। এবার কোনওভাবেই আর নরম হতে রাজি নন গোয়েন্দারা। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিবিআইয়ের মুখোমুখি হতে তৈরি বলে জানিয়েছিলেন মদনবাবু।
গত ২১ নভেম্বর সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়ে দীর্ঘ জেরার পর গ্রেফতার হয়েছলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বোস। সেই ঘটনায় অনেকটাই ব্যাকফুটে চলে যায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিবহণমন্ত্রীকে নিয়েও রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। স্বভাবতই বেশ চাপে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।#৯ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: