লেবাননের গ্যাস চুরি করছে ইসরাইল: সংসদ স্পিকার : ইহুদিবাদী ইসরাইল লেবাননের তেল-গ্যাস চুরি করছে বলে জানিয়েছেন দেশটির সংসদ স্পিকার নাবি বেরি। তিনি বলেছেন, সমুদ্র সীমায় লেবাননের তেল-গ্যাসের রিজার্ভ থেকে ইসরাইল তা চুরি করে নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্তর্জাতিক বিজ্ঞানীর মাধ্যমে এ তথ্য পেয়েছেন তিনি।
লেবাননের গ্যাস চুরি করছে ইসরাইল: সংসদ স্পিকার
: ইহুদিবাদী ইসরাইল লেবাননের তেল-গ্যাস চুরি করছে বলে জানিয়েছেন দেশটির সংসদ স্পিকার নাবি বেরি। তিনি বলেছেন, সমুদ্র সীমায় লেবাননের তেল-গ্যাসের রিজার্ভ থেকে ইসরাইল তা চুরি করে নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্তর্জাতিক বিজ্ঞানীর মাধ্যমে এ তথ্য পেয়েছেন তিনি।
সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের বিষয়ে সরকারের অনাগ্রহের সমালোচনা করে তিনি বলেন, আগামী বছরের শুরু থেকেই সমুদ্র সীমায় তেল-গ্যাস অনুসন্ধান কাজ শুরুর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। উত্তোলন তৎপরতার শুরুর বিষয়টি নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করার প্রতিশ্রুতি দেন তিনি।
লেবাননের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানের অনুমতিপত্র দিতে সরকার বারবারই বিলম্ব করছে। গত আগস্টেও একবার পিছিয়ে গেছে এ প্রক্রিয়া। বিভিন্ন দলের রাজনৈতিক বিরোধের কারণে এ প্রক্রিয়া পিছিয়ে যায়। ৮৫৪ বর্গ কিলোমিটার আয়তনের একটি জোনের মালিকানা নিয়ে ইরাক ও দখলদার ইসরাইলের মধ্যে বিরোধ চলছে।#৯ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: