এম এ হাসান সুমন।মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন বাড়ির আঙ্গিণায় সবজির চাষে নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করলে অচিরেই দেশে উন্নয়নের বিপ্লব ঘটে যাবে।।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিলায়তনে আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন ”সবজি চাষে নারীদের সম্পৃক্ত ও গুটি ইউরিয়া সার প্রয়োগে” শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর কুষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কেবি চৈতন্য কুমার দাস।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল,মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান, গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোফাখখারুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি হাফিজুর রহমান, আপি ওয়ালমার্ট জেন্ডার স্পেশালিস্ট নাহিদা সুলতানা, আপি ওয়ালমার্টের কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফডিসি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ইশরাত জাহান , আপির এফএমও সানজিদা ইসলাম, ফারজানা সুলতানা, ফাতেমা জান্নাত, এফএস কৃষ্ণা রানী, গার্ডেন স্পেসালিষ্ট নাহিদ সুলতানা। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এম এ হাসান সুমন।মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন বাড়ির আঙ্গিণায় সবজির চাষে নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করলে অচিরেই দেশে উন্নয়নের বিপ্লব ঘটে যাবে।। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিলায়তনে আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন ”সবজি চাষে নারীদের সম্পৃক্ত ও গুটি ইউরিয়া সার প্রয়োগে” শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর কুষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কেবি চৈতন্য কুমার দাস।
Tag: lid news
No comments: