ইরাকে ফ্রান্সের দুই উগ্রবাদী যুবক নিহত: প্যারিসের প্রতিক্রিয়া
: ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সদস্য ফ্রান্সের দুই নাগরিক নিহত হয়েছে।
ফরাসি দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে ১৯ ও ২৮ বছরের উগ্রবাদী ওই দুই ফরাসি যুবক আইএসআইএল’র পক্ষে যুদ্ধ করার জন্য ইরাকে এসেছিল। কিন্তু ইরাকি সেনা ও গণবাহিনীর সঙ্গে এক লড়াইয়ে তারা নিহত হয়েছে। এই দুই জন ছিল ফ্রান্সের লুনেল এলাকার অধিবাসী এবং তারা সিরিয়া সীমান্ত অতিক্রম করে ইরাকে প্রবেশ করেছিল।
এ সংক্রান্ত খবরে আরো বলা হয়েছে, লুনেল এলাকার প্রায় ১০ যুবক সিরিয়ায় গিয়েছিল যুদ্ধের জন্য। ইরাকে দুই ফরাসি নাগরিকের নিহত হওয়ার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লুনেল শহরের মেয়র ক্লাউড অ্যারনো যত দ্রুত সম্ভব যুদ্ধের জন্য সেদেশের নাগরিকদের ইরাকে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এর আগে গত অক্টোবর মাসে ফ্রান্সের আরো চার উগ্রবাদী সিরিয়ায় নিহত হয়েছিল।
ফ্রান্স সরকার সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অন্যতম কট্টর সমর্থক। কিন্তু ইরাক ও সিরিয়া থেকে উগ্রবাদীরা দেশে ফিরে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতির ব্যাপারে প্যারিস চিন্তিত হয়ে পড়েছে। #১০ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: