ঢাকায় ভুয়া ডাক্তার আটক, হাসপাতালে তালা বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাব বলছে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে মালিক সহ অন্তত দুজন ভুয়া চিকিৎসককে আটক করেছে। অভিযানের পরপরই আাগারগাঁও এলাকায় শাহজালাল জেনারেল হাসপাতাল নামে হাসপাতালটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিবিসিকে জানিয়েছেন, হাসপাতালের মালিক সহ ছয়জনকে আটক করে তাৎক্ষণিকভাবে তাদের ছয় মাস থেকে দু বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকায় ভুয়া ডাক্তার আটক, হাসপাতালে তালা
বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাব বলছে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে মালিক সহ অন্তত দুজন ভুয়া চিকিৎসককে আটক করেছে।
অভিযানের পরপরই আাগারগাঁও এলাকায় শাহজালাল জেনারেল হাসপাতাল নামে হাসপাতালটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিবিসিকে জানিয়েছেন, হাসপাতালের মালিক সহ ছয়জনকে আটক করে তাৎক্ষণিকভাবে তাদের ছয় মাস থেকে দু বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মি পাশা বলেন, ভুয়া ডাক্তারদের দিয়ে সেখানে রোগীদের অস্ত্রোপচারও করা হতো।
নার্স এবং অন্যান্য যেসব টেকনিশিয়ান হাসপাতালটিতে কাজ করতো, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিলনা। অনুমতি ছাড়াই ভুয়া টেকনিশিয়ান দিয়ে এক্সরে মেশিন চালানো হতো সেখানে।
র্যাব জানিয়েছে, অভিযানের সময় তারা এমন রোগী পেয়েছেন যারা অস্ত্রোপচারের পর সংক্রমণের শিকার হয়ে ভুগছেন।
No comments: