ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্য প্রবাহের আশংকা, পৌষ আসতে এখনো দুদিন বাকি। কিন্তু এবার তার আগেই শীত জেকে বসেছে সারা দেশে। রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে শীতের তীব্রতায় জনজীবনে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে।কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারনে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্য প্রবাহের আশংকা,
পৌষ আসতে এখনো দুদিন বাকি। কিন্তু এবার তার আগেই শীত জেকে বসেছে সারা দেশে। রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে শীতের তীব্রতায় জনজীবনে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে।কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারনে ঠান্ডার প্রকোপ বেড়েই চলেছে।
অন্যান্য বছর সাধারণত পৌষের মাঝামাঝি বা মাঘের শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। এবার অগ্রহায়ন মাসের শেষ সপ্তাহেই দিনের বলা সূর্যের দেখা মিলছে না।ঘন কুয়াশায় ঢেকে আছে প্রকৃতি। বিকেলের পর থেকেই রাজধানীতে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। মহাসড়কে আরো বেহাল অবস্থা। গত এক সপ্তাহ যাবত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘন কুয়াশয়ার কারনে যানজট স্থায়ী রুপ নিয়েছে। দৌলত দিয়া পাটুরিয়া রুটে রাতে ফেরী চলাচল বন্ধ রাখতে হচ্ছে। হেমন্তের বিদায় লগ্নে জেঁকে বসা এই শীত কমপক্ষে পাঁচ-ছয়দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতরর জানিয়েছে।আবহাওয়া অফিস জানায়, আগামী সপ্তাহে নদী অববাহিকায় কুয়াশা বাড়বে।তবে ধীরে ধীরে কমে আসবে। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ডিসেম্বরে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
Tag: national
No comments: