হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার রূপকার।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার রূপকার।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর তিন নেতার মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় স্বাধীনতা পার্টি, কাজী আরেফ ফাউন্ডেশন ও জাতীয় গণতান্ত্রিক লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার আগে মহান নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় গণতান্ত্রিক লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, মিরপুর থানা আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, এডভোকেট আবুল কালাম আজাদ, বাঙালি সাংস্কৃতি পরিষদের মহাসচিব খবির উদ্দিন ভুইয়া, জাতীয় পার্টির নেতা হুমায়ুন কবির রব, মনোরা বেগম ও সালমা খাতুন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাঙালী জাতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে চিরঋণী।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ শিল্পকলা একাডেমিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
No comments: