চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন, চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে ঢুকেই আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস উঠে গেল প্লাটফর্মে। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশশেড থেকে যাত্রী নিতে স্টেশনে এসে এ দুর্ঘটনায় পড়ে। স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙেচুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়। ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, ট্রেনটি প্ল্যাটফর্মের লাইনে এসেও অনেক বেশি গতিতে চলছিল এবং চালক কোনো কারণে ট্রেন থামাতে ব্যর্থ হন। তবে এসময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার ফলে ট্রেনটির যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়। ইঞ্জিন বদলে ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।
চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে উঠে গেল ট্রেন,
চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্মে ঢুকেই আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী এক্সপ্রেস উঠে গেল প্লাটফর্মে। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ওয়াশশেড থেকে যাত্রী নিতে স্টেশনে এসে এ দুর্ঘটনায় পড়ে।
স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।
ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙেচুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়। ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, ট্রেনটি প্ল্যাটফর্মের লাইনে এসেও অনেক বেশি গতিতে চলছিল এবং চালক কোনো কারণে ট্রেন থামাতে ব্যর্থ হন। তবে এসময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার ফলে ট্রেনটির যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়। ইঞ্জিন বদলে ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।
Tag: national
No comments: