শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » "সিআইএ’র নির্যাতনের রিপোর্ট প্রকাশ হলে প্রাণঘাতী সহিংসতা হবে" : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নির্যাতনের রিপোর্ট প্রকাশ হলে সারা বিশ্বে সহিংসতা হতে পারে যাতে বহু মানুষ মারা যাবে। এ সতর্কতা উচ্চারণ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা সংস্থা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইক রজার্স।






"সিআইএ’র নির্যাতনের রিপোর্ট প্রকাশ হলে প্রাণঘাতী সহিংসতা হবে"
: মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নির্যাতনের রিপোর্ট প্রকাশ হলে সারা বিশ্বে সহিংসতা হতে পারে যাতে বহু মানুষ মারা যাবে। এ সতর্কতা উচ্চারণ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা সংস্থা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইক রজার্স।



তিনি বলেছেন, “আমি মনে করি এটা একটা ভয়ংকর চিন্তা। আমাদের বিদেশি বন্ধুরাও বলছেন, এ রিপোর্ট প্রকাশ করা হলে সহিংসতা ছড়িয়ে পড়বে এবং তাতে বহু মানুষের প্রাণ যেতে পারে। বিদেশি নেতারাও মনে করছেন, এ রিপোর্ট প্রকাশ করলে তা সহিংসতা ও মৃত্যুর কারণ হবে। আমাদের নিজেদের গোয়েন্দা সংস্থাও পর্যালোচনা করে দেখেছে যে, এ ধরনের রিপোর্ট প্রকাশ হলে পরিস্থিতি সহিংস হয়ে উঠবে।”



এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে গোপন বন্দিশালায় আটক ব্যক্তিদের ওপর সিআইএ’র নির্যাতনের কৌশল এবং ধরণ নিয়ে ওই রিপোর্টে তথ্য তুলে ধরা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে কথিত সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে ওইসব ব্যক্তিকে আটক করা হয়। তাদের ওপর কি ধরনের এবং কোন কৌশলে নির্যাতন করা হয়েছে সিআইএ’র “নির্যাতন রিপোর্ট” নামের ৪৮০ পৃষ্ঠার প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। নির্যাতন বিষয়ে মোট ৬,০০০ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হয় যার মধ্য থেকে সংক্ষিপ্ত আকারে ৪৮০ পৃষ্ঠার রিপোর্ট আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। এ সম্পর্কে সিআইএ’র সাবেক প্রধান মাইকেল হেইডেনও সতর্কতা উচ্চারণ করে বলেছেন, রিপোর্ট প্রকাশ হলে সারা বিশ্বে মার্কিন স্বার্থে আঘাত হানা হতে পারে।#
৮ ডিসেম্বর (রেডিও তেহরান)






«
Next
‘গীতা’ কে জাতীয় গ্রন্থের মর্যাদা দাবি সুষমার: সমালোচনার ঝড় : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হিন্দু ধর্মগ্রন্থ গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দেয়ার দাবি জানানোয় বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটি বিশেষ ধর্মগ্রন্থকে জাতীয় গ্রন্থ করার দাবি ওঠাতেই এই বিতর্ক শুরু হয়েছে।
»
Previous
।। আনিসুজ্জামান শাহিন।। ঢাকা অফিস।। হজ প্যাকেজ ২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এ প্যাকেজ অনুযায়ী চলতি হজ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হাজি পবিত্র হজব্রত পালনে যেতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এ হজ প্যাকেজ অনুমোদন করা করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভ্ুঁঞা সাংবাকিদদের ব্রিফকালে এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম হজ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় প্রতি হাজির জন্য খরচ পড়বে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং দ্বিতীয় হজ প্যাকেজে প্রতি খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। তিনি আরো জানান, এই প্যাকেজ দুটির বাইরে হাজিদের কোরবানীর জন্য অতিরিক্ত ৫০০ রিয়াল করে জমা দিতে হবে। এছাড়া বেসরকারি ব্যাবস্থাপনায় প্রতি হাজির জন্য খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা । এর কম বা বেশী টাকায় গমনেচ্ছু হাজিরা প্রতারণার শিকার হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। মোশাররাফ হোসাইন ভুঁঞা জানান, চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে হজ গমনেচ্ছুরা রেজিস্ট্রেশন করতে হবে। তিনি জানান, প্রত্যেক হাজিকে রেজিস্ট্রেশন করার সময় ১ লাখ ১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
Pages 21123456 »

No comments:

Leave a Reply