ভোটে বিজয়ী হতে সিরিয়ায় হামলা: ইসরাইলি বিরোধীদল
): আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছেন যুদ্ধবাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহু। এ অভিযোগ করেছেন খোদ ইসরাইলের বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
তারা বলেছেন, সিরিয়ায় বিমান হামলার মধ্যদিয়ে নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণা শুরু করলেন। বিরোধী সংসদ সদস্যরা আরো অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে নেতানিয়াহু তার বিজয় নিশ্চিত করতে চাইছেন।
ইসরাইলের চ্যানেল-২কে দেয়া সাক্ষাৎকারে মধ্যপন্থি ইয়েশ আতিদ পার্টির সংসদ সদস্য ইফাত কারিভ বলেছেন, গত সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার পর নেতানিয়াহু বিকল্প জোট গঠন করতে সক্ষম হবেন না। সে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মধ্যপ্রাচ্যকে আগুনের ওপর রেখে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বামপন্থি মেরেৎজ পার্টির সদস্য এমকে ইসাভি ফ্রেজ বলেছেন, নেতানিয়াহ সবসময় নিজের ব্যর্থতা ঢাকার জন্য বিদেশি ইস্যুকে দায়ী করে থাকেন। তিনি বলেন, “যখন জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় নেতানিয়াহু তখন ইরানের ওপর দোষ চাপান; স্বাস্থ্যখাতের সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি হামাসকে দায়ী করেন।” এ প্রসঙ্গে মধ্য-বামপন্থি লেবার পার্টির সংসদ সদস্য মোশে মিজরাহি বলেন, নির্বাচনের আগে কারোরই পাগলামি করা উচিত নয়।
নেতানিয়াহু তার মন্ত্রিসভা থেকে আইন মন্ত্রী জিপি লিভনি ও অর্থমন্ত্রী ইয়াইর লাপিদকে বরখাস্ত করার পর নানা জটিলতার মুখে সরকার ভেঙে দেন। এরপর তিনি নতুন নির্বাচন ঘোষণা করেছেন। রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।#৯ ডিসেম্বর (রেডিও তেহরান
No comments: