এম এ হাসান সুমন। আজ ১৯৭১ সালে ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ এর বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।শ
এম এ হাসান সুমন। আজ ১৯৭১ সালে ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ এর বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।শনিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে শামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি বের হয় এবং কলেজ মোড়ে শেষে করে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন,মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর -১ আসনের জাতীয় সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান খান, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, মতিয়ার রহমান, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম,উপজেলা কমান্ডার মুনতাজ আলী,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে এদিন মেহেরপুরে উড়ে বিজয় পতাকা। চারদিক থেকে একের পর এক আক্রমণের মুখে পাক সেনারা ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাত থেকেই মেহেরপুর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে পাক বাহিনীর আর কোন সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।এদিন সকাল থেকেই রাস্তায় নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ। বিজয় পতাকা উড়িয়ে জয়ল্লোস করেন মুক্তিকামী হাজার হাজার জনতা।
Tag: lid news
No comments: