গণ প্রজাতন্ত্রী কঙ্গোতে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলা: নিহত ১২ : গণ প্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
গণ প্রজাতন্ত্রী কঙ্গোতে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলা: নিহত ১২
: গণ প্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বেনির ওইচা শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত আহিলি গ্রামে শনিবার সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় এসব ব্যক্তি নিহত হয়।
প্রতিবেশী এরিংগেটি শহরের প্রশাসনিক কর্মকর্তা আলেক্সিস কাতসুরানা ওয়াকউয়িমা বলেছেন, গ্রামবাসী কৃষি জমিতে কাজ করার সময় কুড়াল, রাম দা এবং ছুরি দিয়ে বিদ্রোহীরা তাদের ওপর হামলা চালায়। বেনি শহরের কাছে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঙ্গোর সরকার এবং জাতিসংঘ ব্যবস্থা নেয়ার প্রতিজ্ঞা করার পর এ হামলা হলো।
স্থানীয় মানবাধিকার কর্মীরা বলেছেন, এই ধরনের হামলায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছেন। গতমাসে বেনি-ভিত্তিক বেসরকারি সংস্থার সদস্য উত্তর কিভুর মানবাধিকার কর্মীরা হামলার জন্য উগাণ্ডার গণতান্ত্রিক মিত্র বাহিনী এবং বিদ্রোহীদের দায়ী করছেন। বিদ্রোহীরা উগাণ্ডার স্বাধীনতার জন্য কঙ্গোর অভ্যন্তরে প্রায়ই হামলা চালিয়ে আসছে। ৪০০ সদস্য নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে শিশুদেরকে যোদ্ধা হিসেবে ব্যবহার এবং ধর্ষণসহ মানবাধিকার লংঘনের মারাত্মক অভিযোগ রয়েছে।#৭ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: