ফিলিস্তিনের ব্যাপারে ফরাসি সংসদের পদক্ষেপে প্রচণ্ড ক্ষুব্ধ ইসরাইল : ফ্রান্সের জাতীয় সংসদ ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে মত দেয়ায় ইহুদিবাদী ইসরাইল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইসরাইলের কর্মকর্তারা বলেছেন, ফ্রান্স সংসদের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।
ফিলিস্তিনের ব্যাপারে ফরাসি সংসদের পদক্ষেপে প্রচণ্ড ক্ষুব্ধ ইসরাইল
: ফ্রান্সের জাতীয় সংসদ ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে মত দেয়ায় ইহুদিবাদী ইসরাইল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইসরাইলের কর্মকর্তারা বলেছেন, ফ্রান্স সংসদের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।
আন্-নাশরা বার্তা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ফ্রান্সের সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩৩৯ জন সংসদ সদস্য আর বিপক্ষে ভোট পড়েছে ১৫১টি। ১ ৬ জন সংসদ সদস্য ভোট দানে বিরত ছিলেন।
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারে ফরাসি সংসদের ভোটাভুটির এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় জেনেভা সম্মেলনে ইসরাইল অংশ নেবে না। কারণ ওই সম্মেলনে ইসরাইলে হামলার বিষয়ে জেনেভা নীতিমালা নিয়ে পর্যালোচনা করা হবে। ইউরোপের বিভিন্ন দেশের সংসদে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে যে ভোটাভুটি চলছে তার গুরুত্ব ফুটে উঠেছে জেনেভা সম্মেলন থেকে।
ইউরোপের মধ্যে সুইজারল্যান্ডের সংসদই প্রথম ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে মত দেয়। এখন পর্যন্ত বিশ্বের ১৩৫টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে মত দিয়েছে।#১২ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: