প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কসহ প্রতিটি সেক্টর আমূল পরিবর্তন হয়েছে। উপজাতি নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিজস্ব ভাষা ও সংস্কৃতি সমুন্নত রাখার নানামুখী উদ্যোগের পাশাপাশি ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তির উদ্যোগও আমরা গ্রহণ করেছি।’
প্রধানমন্ত্র শেখ হাসিনা আজ আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন । আগামী কাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
তিনি বলেন, মানুষের জীবনে পাহাড় ও পর্বতের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের সাথে এই পর্বতশ্রেণী ও পার্বত্য অঞ্চলের মেলবন্ধন তৈরির জন্য আন্তর্জাতিক পর্বত দিবস একটি অন্যতম উপলক্ষ। তিনি আশা করেন, এই অংশীদারিত্ব পৃথিবীর সমস্ত পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কসহ প্রতিটি সেক্টর আমূল পরিবর্তন হয়েছে। উপজাতি নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিজস্ব ভাষা ও সংস্কৃতি সমুন্নত রাখার নানামুখী উদ্যোগের পাশাপাশি ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তির উদ্যোগও আমরা গ্রহণ করেছি।’ প্রধানমন্ত্র শেখ হাসিনা আজ আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন । আগামী কাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, মানুষের জীবনে পাহাড় ও পর্বতের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের সাথে এই পর্বতশ্রেণী ও পার্বত্য অঞ্চলের মেলবন্ধন তৈরির জন্য আন্তর্জাতিক পর্বত দিবস একটি অন্যতম উপলক্ষ। তিনি আশা করেন, এই অংশীদারিত্ব পৃথিবীর সমস্ত পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
Tag: national
No comments: