ফিলিস্তিনি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করল ইসরাইলি সেনারা : ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বেদম পিটুনিতে ফিলিস্তিনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের এ কর্মকর্তার নাম জিয়াদ আবু আইন। তিনি ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ সংক্রান্ত বিষয় নজরদারির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ফিলিস্তিনি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করল ইসরাইলি সেনারা
: ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বেদম পিটুনিতে ফিলিস্তিনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের এ কর্মকর্তার নাম জিয়াদ আবু আইন। তিনি ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ সংক্রান্ত বিষয় নজরদারির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে এক বিক্ষোভ চলাকালে ইসরাইলি সেনারা বন্দুকের গোড়া ও ইস্পাতের হেলমেট দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে জিয়াদ আবু আইনকে। রামাল্লা হাসপাতালের পরিচালক আহমেদ বিতাবি বলেছেন, বুকে আঘাত পাওয়ায় শহীদ হয়েছেন আবু আইন।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বর্বরোচিত এ হত্যাকাণ্ডের কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, এ ঘটনা সহ্য করা বা মেনে নেয়া যাবে না। প্রয়োজনীয় তদন্তের পর স্বাশাসন কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।#১০ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: