ট্রাক চালকের প্রতারনার স্বীকার হয়ে কাঁচা মাল ব্যবসায়ী হাফিজুল রহমান এখন দিশেহারা। প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের কাঁচা মাল ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে গায়েব হয়েছে এ চালক।
ট্রাক চালকের প্রতারনার স্বীকার হয়ে কাঁচা মাল ব্যবসায়ী হাফিজুল রহমান এখন দিশেহারা। প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের কাঁচা মাল ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে গায়েব হয়েছে এ চালক। প্রতারনার শ্বীকার হাফিজুর রহমান জানান, গত ৪ ডিসেম্বর গাংনী বাজার থেকে এক ট্রাক কাঁচা মাল মরিচ, রসুন, সিম, শসা, ফুলকপি, বাঁধাকপি ও লাউ বোঝাই করে ঢাকা’র আব্দুল্লাপুর ও বাইপাইল কাঁচা বাজারে নামানোর কথা। মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের মাধ্যমে চালানের মাধ্যমে রাজবাড়ি জেলার সৈয়দাবপুর(দৌলদিয়ার মোড়) এর করিম এন্টার প্রাইজের ট্রাকে কাঁচামাল লোড করা হয়। ট্রাকের চালক রিপন হোসেন মাল নিয়ে যাওয়ার পর থেকে পলাতক রয়েছে। এর পর থেকে কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর রহমানের ফোন রিসিভ করেনি। হাফিজুর রহমান এ নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ স্থানীয় গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
Tag: lid news
No comments: