Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাদ্দাফিপুত্র সাইফুলকে পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ’র দারস্থ আইসিসি, : বিচারের জন্য গাদ্দাফিপুত্র সাইফুল ইসলামকে হস্তান্তর না করায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দারস্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। আইসিসি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে- সাইফুল ইসলামকে বিচারের জন্য হস্তান্তরের অনুরোধের বিষয়ে লিবিয়ার সরকারের গড়িমসির কারণে ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো হয়েছে।





গাদ্দাফিপুত্র সাইফুলকে পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ’র দারস্থ আইসিসি,

: বিচারের জন্য গাদ্দাফিপুত্র সাইফুল ইসলামকে হস্তান্তর না করায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দারস্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। আইসিসি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে- সাইফুল ইসলামকে বিচারের জন্য হস্তান্তরের অনুরোধের বিষয়ে লিবিয়ার সরকারের  গড়িমসির  কারণে ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো হয়েছে।



বিবৃতিতে আরো বলা হয়েছে, লিবিয়াকে শাস্তি দিতে বা দেশটিকে অপদস্থ করতে  এ উদ্যোগ নেয়া হয়নি। এ বিষয়ে কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহযোগিতা চাওয়া হয়েছে। লিবিয়াতেই গাদ্দাফিপুত্র সাইফুল ইসলামের বিচার করতে চায় দেশটির সরকার। লিবিয়ার এ সংক্রান্ত চূড়ান্ত আবেদন গত মে মাসেই নাকচ করে দেয় আইসিসির বিচারকরা। আদালত মানবতা-বিরোধী অপরাধে জড়িত সাইফুল ইসলামকে হেগের আদালতে হস্তান্তরের আহ্বান জানিয়েছে।



২০১১ সালে গ্রেফতার করার পর থেকে সাইফুল ইসলামকে জিনতান শহরের একটি কারাগারে আটক রেখেছে অস্ত্রধারীরা। লিবিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাকে গ্রেফতার করে। লিবিয়ার অস্ত্রধারীরা সাইফুল ইসলামকে দেশটির কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতেও অস্বীকৃতি জানিয়ে আসছে ওই অস্ত্রধারীরা ।#১১ ডিসেম্বর (রেডিও তেহরান)
  






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply