এম এ হাসান সুমন।মুজিবনগর থানা পুলিশ সরস্বতী খালে তল্লাশী তালিয়ে সেলুন ব্যবসায়ী পরেশকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই চাকুটি উদ্ধার।
এম এ হাসান সুমন।মুজিবনগর থানা পুলিশ সরস্বতী খালে তল্লাশী তালিয়ে সেলুন ব্যবসায়ী পরেশকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই চাকুটি উদ্ধার।
বুধবার দুপুরে মুজিবনগর থানা পুলিশ সরস্বতী খালে তল্লাশী তালিয়ে সেলুন ব্যবসায়ী পরেশকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই চাকুটি উদ্ধার করে। পরেশ হত্যা মামলার আসামি প্রকাশ দাস (২৫) পুলিশের জিজ্ঞাসাবাদে ধারালো অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি দেয়। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পরেশ হত্যা মামলার আসামি প্রকাশ দাস (২৫) পুলিশের জিজ্ঞাসাবাদে সেলুন ব্যবসায়ী পরেশকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই চাকুটি উদ্ধার করে, পরেস দাসের স্ত্রীর প্রেমিক মানিকনগর গ্রামের আনারুল ইসলাম ওরফে আনার গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে জানায় হত্যাকাণ্ডের সঙ্গে প্রকাশ দাস জড়িত। সেমত গত ২০ নভেম্বর মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের মৃত মাদাই দাসের জামাই প্রকাশ দাসকে গ্রেফতার করা হয়। পরেশ হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বুধবার সকালে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় প্রকাশ। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (চাকু) সরস্বতী খালে ফেলে দেয়ার কথা জানায়। সেমত ওই খালে উদ্ধার অভিযান চালিয়ে সেই চাকুটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, বল্লভপুর গ্রামের সেলুন ব্যবসায়ী পরেশকে গত ১৫ নভেম্বর রাতে গ্রামের জোঁকার মাঠের একটি আম বাগানে গলাকেটে হত্যা করা হয়। নিহতের স্ত্রী চম্পা দাসী ওই দিন সন্ধ্যায় অজ্ঞাত নামা সন্ত্রাসীদের নামে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর দুই দিন পর চম্পা দাসীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পরকিয়ার বিষয়টি উঠে আসলে আনারকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।
No comments: