Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শাহজালালে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার: ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের - শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফটের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ঘটনার দেড় বছর পর দায়েরকৃত মামলায় বিমানের ১০ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।






শাহজালালে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার: ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের -
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফটের কার্গো হোল্ড থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ঘটনার দেড় বছর পর দায়েরকৃত মামলায় বিমানের ১০ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, গত বছর ২৪ জুলাই বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট এস-২ এডিএফ থেকে স্বর্ণের বৃহৎ চালানটি উদ্ধার করা হয়। এ ঘটনার  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১০ বিমান কর্মকর্তার নাম উঠে আসে। শুক্রবার রাতে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদি হয়ে বিমানবন্দর থানায় এ মামলা করেন। মামলা নং ১৩। শনিবার মামলার তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি শাহ আলম।


মামলার আসামীরা হলেন, বাংলাদেশ বিমানের সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মাসুদ, সিকিউরিটি অফিসার কামরুল হাসান, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, এ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক আনিস উদ্দিন ভূঁইয়া, প্রকৌশল হ্যাঙ্গারের মেকানিক ওসমান গণি এবং জুনিয়র ইন্সপেকশন অফিসার শাহাজাহান সিরাজ, রায়হান আলী ও মাকসুদ।অন্য চারজন হলেন নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান, ভারতীয় নাগরিক জেসন প্রিন্স, বাংলাদেশের এসএস কার্গোর চেয়ানম্যান মিলন শিকদার ও জসীম উদ্দিন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply