‘সাইবার হামলা বিমানের নিরাপত্তা জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে’ : সাইবার হামলা যাত্রীবাহী বিমানের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। বিমান শিল্পের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী এ হুশিয়ারি উচ্চারণ করেছে।
‘সাইবার হামলা বিমানের নিরাপত্তা জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে’
: সাইবার হামলা যাত্রীবাহী বিমানের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। বিমান শিল্পের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী এ হুশিয়ারি উচ্চারণ করেছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ হতভাগ্য এমএইচ৩৭০ বিমানকে মোবাইল ফোন বা ইউএসবি স্টিক ব্যবহার করে ছিনতাই করা হয়েছে বলে কথা প্রচলিত আছে। কেউ কেউ একে সাইবার ছিনতাইয়ের প্রথম শিকার হিসেবেও অভিহিত করছেন। এ ছাড়া, সন্দেহভাজন কয়েকটি সাইবার হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানটি গত ৮ মার্চ ২৩৯ আরোহীসহ ওড়ার প্রায় এক ঘণ্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর এ বিমানের খোঁজে কয়েকটি দেশ সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান তৎপরতা শুরু করলেও এ পর্যন্ত বিমানটির কোনো খোঁজই পাওয়া যায় নি।
এদিকে, সাইবার নিরাপত্তা চুক্তি সই করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ এবং ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সংস্থা বা আইসিএও। সাইবার অপরাধের বিরুদ্ধে এই সংস্থার জোট গঠনকে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এ চুক্তি করা হয়।
No comments: